চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির অক্সিজেন এলাকার বঙ্গবন্ধু এভিনিউ চত্বরে ‘অক্সিজেন মুক্ত মঞ্চ বাস্তবায়ন পরিষদ’ এর উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান রোববার (২৬ মার্চ) সকালে উদ্বোধন করা হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন নাট্যকার প্রদীপ দেওয়ানজী।
উপস্থিত ছিলেন মূকাভিনয়শিল্পী দেওয়ান মামুন, সমাজসেবক জাহাঙ্গীর আলম খান, সোলাইমান খান নয়ন, আসাদ ইকবাল, শাহ আলম মনু।
প্রদীপ দেওয়ানজী বলেন, ‘সংস্কৃতির বিকাশে মুক্ত মঞ্চের বিকল্প নেই। সিটি করপোরেশন এমএ আজিজ স্টেডিয়ামের পাশে একটি মুক্ত করেছে। কোর্ট বিল্ডিংয়ের নিচে একটি মুক্ত মঞ্চ হয়েছে। টানেল উদ্বোধন হলে আরো বড় হবে চট্টগ্রাম শহর। এ পরিস্থিতিতে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ স্থানে মুক্ত মঞ্চ হওয়া উচিত। অক্সিজেন মোড়ও একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানকার সর্বস্তরের জনগণ একটি মুক্ত মঞ্চ স্থাপনের দাবিতে সোচ্চার হয়েছে। এ দাবির প্রতি সরকারের মনোযোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।’
দেওয়ান মামুন বলেন, ‘মননের বিকাশে সাংস্কৃতিক সম্পর্কটা প্রযোজ্য ও প্রয়োজনীয় মানসিক বিকাশ ও ধর্মনিরপেক্ষতা তথা মানবতার রূপের প্রকাশ হল সংস্কৃতি। নাচ, গান, নাটক, মূকাভিনয় ছাড়াও কবি সাহিত্যিকদের আড্ডাটা প্রয়োজন সামাজিক বিকাশের জন্য। চট্টগ্রাম শহর সংগ্রাম ও সংস্কৃতি সূতিকাগার। একজন প্রবীণ শিল্পীর দায়িত্বে আমার মন এখন চট্টগ্রামের সব মুক্ত মানচিত্রতার জনগণের আওয়াজ মুক্ত মঞ্চ হোক শহরের সব প্রান্তে। সরকার সংস্কৃতিবান্ধব বলেই আমাদের এ চাওয়া। অক্সিজেন ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিভা বিকাশের একটা ঠিকানা হোক। সরকারের প্রতি আহ্বান এ দাবি সময়ের দাবি।’
গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলবে মাসব্যাপী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মূকাভিনয়শিল্পী সোলেমান মেহেদী। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যে, অক্সিজেন এলাকার নিকটবর্তী জায়গায় একটি মুক্ত মঞ্চ তৈরি করা হোক সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে।
অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব জানে আলম টিটু।