রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

অভিবাসীসহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট-মেক্সিকোর ‘গুরুত্বপূর্ণ ঐকমত্য’

শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩

প্রিন্ট করুন

মেক্সিকো সিটি, মেক্সিকো: মেক্সিকোর প্রেসিডেন্ট আঁন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেছেন, ‘তিনি যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অভিবাসন ও অন্যান্য ব্যাপারে ‘গুরুত্বপূর্ণ ঐকমত্যে’ পোঁছেছেন।’ বুধবার (২৭ ডিসেম্বর) তিনি এ কথা বলেন। খবর এএফপির।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা ও অভিবাসন সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান আলেজান্দ্রো মায়োরকাসের সঙ্গে আলোচনার ফলাফলকে স্বাগত জানিয়েছেন ম্যানুয়েল লোপেজ।

বিস্তারিত বিবরণ না দিয়ে লোপেজ এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেছেন, ‘আমাদের দেশ ও জনগনের কল্যাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক ঐকমত্যে পৌঁছানো গেছে।’

তিনি আরো বলেন, ‘এখন, যে কোন সময়ের চেয়ে ভাল সুপ্রতিবেশীসুলভ নীতি অপরিহার্য।’

ব্লিঙ্কেন ও মায়োরকাস মেক্সিকোতে তাদের বড়দিন-পরবর্তী সফরকালে ক্রমবর্ধমান অভিবাসন সমস্যা মোকাবেলার উপায় খুঁজে বের করার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনের গুরুত্ব আরোপের উপর জোর দেন।

যুক্তরাষ্ট্রের সীমান্ত পুলিশ সাম্প্রতিক সময়ে প্রতিদিন আনুমানিক দশ হাজার অভিবাসী অনুপ্রবেশের কথা জানিয়েছে। ২০২২ এর অক্টোবর থেকে ২০২৩ এর সেপ্টেম্বর পর্যন্ত পূর্ববর্তী অর্থ বছরজুড়ে সরকারিভাবে প্রবেশ ও দক্ষিণ সীমান্ত বরাবর অন্যত্র থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল মোকাবেলা করা রেকর্ডসংখ্যক ২৪ লাখ অভিবাসী প্রত্যক্ষ করা গেছে।