শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

অ্যালাবামায় দ্বিতীয় বারের মত নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪

প্রিন্ট করুন

অ্যালাবামা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের অ্যালাবামা রাজ্যে দ্বিতীয় বারের মত নাইট্রোজেন গ্যাস দিয়ে ইউজিন মিলার নামের আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ মৃত্যুদন্ড কার্যকরা হয়। আটমোরের স্টেইট প্রিজনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে গভর্নরের কার্যালয়। সংবাদ এনবিসি নিউজের।

দুই বছর পূর্বে বিষাক্ত ইনজেকশন দিয়ে মিলারের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয়া হয়। তবে, সঠিক সময়ের মধ্যে শিরা খুঁজে না পাওয়ায় সৌভাগ্যক্রমে সে সময় তিনি বেঁচে যান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিলার ডেলিভারি কর্মী হিসাবে কাজ করতেন। ১৯৯৯ সালে নিজ কর্মক্ষেত্রে বন্দুক হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হন তিনি।

এবার যে নাইট্রোজেন গ্যাস প্রয়োগের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সেটি খুবই ভয়ংকর একটি পদ্ধতি।

এর পূর্বে, অ্যালাবামায় গেল ২৬ জানুয়ারি একই পদ্ধতির মাধ্যমে কেনেথ স্মিথ নামের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বলা হয়েছিল কেনেথ স্মিথ মাত্র কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করবেন। কিন্তু, তার মৃত্যু হয়েছিল দীর্ঘ ২৫ মিনিট সময় নিয়ে।

এ দণ্ড কার্যকরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে একটি স্ট্রেচারে শোয়ানো হয়। এরপর নাইট্রোজেন মাস্ক তার মুখে লাগিয়ে দেয়া হয়। অক্সিজেন ছাড়া নাইট্রোজেন গ্যাস শুষে নিলে এটি দেহের কোষগুলো ভেঙে ফেলে ও পরিশেষে মৃত্যু হয়। এ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করায় সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা।