রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আইওয়া ককেসাসের ভোটে জিতলেন ট্রাম্প

বুধবার, জানুয়ারী ১৭, ২০২৪

প্রিন্ট করুন
ডোনাল্ড ট্রাম্প

ডেস মইনেস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ভোট আইওয়া ককেসাসের ভোটে সোমবার (১৫ জানুয়ারি) জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আইওয়া রাজ্যের এই জয়লাভ তাকে প্রেসিডেন্ট হিসেবে নভেম্বরের নির্বাচনে জো বাইডেনকে চ্যালেঞ্জ করে রিপাবলিকান স্ট্যান্ডার্ড-ধারক হিসেবে তার মর্যাদাকে মজবুত করেছেন। সাবেক এ প্রেসিডেন্ট এক বছরেরও বেশি সময় ধরে ভোটে এগিয়ে রয়েছেন। তবে আইওয়ায় প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তাকে হোয়াইট হাউস ঢুকার একটি উপায় কি-না তা এখন স্পষ্ট নয়। খবর এএফপির।

ট্রাম্প প্রায় তিন চতুর্থাংশ প্রাথমিক ভোট পাওয়ায় প্রধান যুক্তরাষ্ট্রের নেটওয়ার্কগুলো ভোট শুরু হওয়ার মাত্র আধ ঘন্টার মধ্যে জয়ীর নাম ঘোষণা করতে পারে।

কিছু আইনি সমস্যার কারণে ট্রাম্পের সমর্থন কমল কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি দেওয়ানী ও ফৌজদারী কয়েকটি মামলারয় বিচারের মুখোমুখি। এই ব্যাপারগুলো তার নির্বাচনী বৈতরনী অতিক্রম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা যেতে পারে।