বুধবার, ১৪ মে ২০২৫

শিরোনাম

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে নিউইয়র্কে মিষ্টি বিতরণ

মঙ্গলবার, মে ১৩, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনন্দ-সমাবেশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।

গত শনিবার (১০ মে) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন’-এর ব্যানারে মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করেন তারা।

সমাবেশ সঞ্চালনা করেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা আব্দুল কাদের। অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

গিয়াস আহমেদ দাবি করেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে এরশাদ, জামায়াত ও এক-এগারোর কুশীলবদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করেছেন এবং দীর্ঘ সময় ক্ষমতায় থেকে গণতন্ত্রের ক্ষতি করেছেন।

তিনি বলেন, ‘যেসব কার্যকলাপ স্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থি, তার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া যৌক্তিক।’

সমাবেশে উপস্থিত ছিলেন রিটা রহমান, এমএ সবুর, মনিরুল ইসলাম, দেওয়ান কাউসার, শাহাদত হোসেন রাজু, নীরা রাব্বানী, মো. হারুন মিয়া, হাসান সিদ্দিক, নূর আমিন ও আবুল কালাম।

সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদের স্থান নেই। এখন সময় এসেছে অতীতের শাসনকালে সংঘটিত অনিয়ম ও নিপীড়নের বিচার নিশ্চিত করার।’