শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে সংসদে চান সাতকানিয়ার যুক্তরাষ্ট্র প্রবাসীরা

মঙ্গলবার, মে ২৩, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে সংবর্ধনা দিয়েছে সাতকানিয়া সমিতি ইউএসএ ইনক। সোমবার (২২ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কারি ইন হারি রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়।

সমিতির সিনিয়র সহ সভাপতি আহমদ নবী চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির উপদেষ্টা এমএ জাফর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আমিনুল্লাহ, উপদেষ্টা করিম রেজা শিকদার, ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান, রাজনীতিবিদ খোরশেদ খন্দকার, শাহান উদ্দিন, আবু তাহের, নুর মোহাম্মদ, আবু তালেব চৌধুরি চান্দু, সুরেন দাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমিনুল ইসলাম একজন ভাল মানুষ। আমরা চাই, আমিনুল ইসলাম আগামীতে সংসদে প্রতিনিধিত্ব করবেন।’

সংবর্ধনা পেয়ে আমিনুল ইসলাম আমিন বলেন, ‘আমার জন্য আজকের এ আয়োজন আমি সব সময় কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করব। রাজনীতি টাকা কামানোর মেশিন নয়। রাজনীতি হচ্ছে মানব সেবার বিষয়। সেই সেবার মানসিকতা থেকে আমি রাজনীতি করছি। ফলে, বেকারদের চাকরি, গ্রাম উন্নয়ন ও সমাজ উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছি। সব সময় যেন এ সেবা অব্যাহত রাখতে পারি, সে জন্য সবার সহযোগিতা চাই।’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন বলেন, ‘তার কারণে আজ গ্রামে ও শহরে মেগা উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে।’

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আগামী বারও নির্বাচিত করার আহ্বান জানান আমিনুল ইসলাম আমিন।