রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আকস্মিক বন্যায় নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা

শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩

প্রিন্ট করুন

নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: শক্তিশালী ঝড়ে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের অনেক পাতাল রেল ব্যবস্থা, রাস্তা ও মহাসড়ক প্লাবিত হয়েছে এবং লগার্ডিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ হয়ে গেছে। খবর বিবিসির।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, ‘রাতভর কিছু এলাকায় পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে ও আরো সাত ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গভর্নর হচুল বলেন, ‘আমরা পুরো অঞ্চলজুড়ে যে চরম বৃষ্টিপাত দেখছি, তার কারণে আমি নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও হাডসন উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করছি।’

সেই সাথে নিরাপদে থাকতে ও প্লাবিত রাস্তায় ভ্রমণ না করার আহ্বান জানান তিনি।

ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, মানুষ হাঁটু পর্যন্ত পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তা ও পাতাল রেল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) মানুষকে ভ্রমণের প্রয়োজন না হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।

এ ছাড়া, একাধিক রাস্তা বন্ধ করা হয়েছে বলে নিউ ইয়র্ক পুলিশ ঘোষণা করেছে।

নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকা ও পূর্ব উপকূল বরাবর অন্য বড় শহরগুলোতে প্রায় ১৮ মিলিয়ন মানুষের জন্য আবহাওয়া পরিষেবার বন্যা সতর্কতা ও পরামর্শগুলো বর্তমানে কার্যকর রয়েছে।