বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

শিরোনাম

আগুনে পোড়া ফেরারির গাড়ি ২০ লাখ ডলারে বিক্রি

রবিবার, আগস্ট ২৭, ২০২৩

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: ফেরারির আগুনে পুড়ে যাওয়া একটি রেসিং কার বিক্রি হয়েছে ২০ লাখ মার্কিন ডলারে। ১৯৫৪ সালে তৈরি গাড়িটি সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। খবর বিবিসির।

১৯৬০ এর দশকে একটি রেসে অংশ নেয়ার পর আগুন ধরে যায় ফেরারির ওই গাড়িটিতে। এরপর কয়েক দশক সেটি অব্যবহৃত ছিল।

গাড়িটি চালিয়েছিলেন ফেরারির প্রথম রেসিং ড্রাইভার ফ্রাঙ্কো কর্টেস।

১৯৫৪ সালে তৈরি গাড়িটি ছিল ৫০০ মন্ডিয়াল স্পাইডার সিরিজ-১ মডেলের। পিনিন ফারিনা এই গাড়ির ডিজাইন করেন। আর বিশ্বজুড়ে এই ডিজাইনের গাড়ি তৈরি করা হয়েছিল মাত্র ১৩টি।

গাড়িটি ১৯৭৮ সালে কিনে নেয়ার পর, ক্ষতিগ্রস্ত অবস্থাতেই সেটি সংরক্ষণ করেছিলেন যুক্তরাষ্ট্রের এক সংগ্রাহক। পরে ১৯টি ফেরারি গাড়ির সাথে ২০০৪ সালে রেসিং কারটিকে খুঁজে পাওয়া যায়।

গাড়িটিকে তার ‘গৌরবময়’ দিনের অবস্থায় ফিরিয়ে আনতে মেরামত করা প্রয়োজন বলে জানিয়েছে নিলামকারী সংস্থা আরএম সোথবি’স।