শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের নির্বাচনে জয়ীদের সংবর্ধনা দেবে বিএএসজে

শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫

প্রিন্ট করুন

আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে জয়ীদের সংবর্ধনা দেবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)।

আগামী ২২ জানুয়ারি সন্ধ্যায় ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে থাকছে কথামালা, সম্মাননা স্মারক প্রদান, সঙ্গীত অনুষ্ঠানসহ নানা আয়োজন।

প্রবাসী বাংলাদেশিদের এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা।

আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রথম বারের মত প্রধান তিনটি পদে জয় পেয়েছেন তিন প্রবাসী বাংলাদেশি। সংগঠনের সভাপতি পদে ঢাকার মগবাজারের বাসিন্দা মোহাম্মদ তানভির হাসান, সহ-সভাপতি পদে চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা জাকিরুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক পদে টাঙ্গাইলের ঘাটাইলের বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস জয় পান।