আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী তিন প্রবাসী বাংলাদেশিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি (বিএএসজে)।
বুধবার (২২ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে ছিল কথামালা, সম্মাননা স্মারক প্রদান, সংগীতানুষ্ঠান, নৈশভোজ ইত্যাদি।
অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবদুল হাই, গীতা থেকে পাঠ করেন জয়ন্ত সিনহা।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। অতিথি ছিলেন কাউন্সিল এট লারজ স্টিফেনি মার্শাল, লোকাল ৫৪ সভাপতি ডোনা ডি কাপ্রিও।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমেদ, আবদুর রফিক, নূরুন্নবী চৌধুরী শামীম, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, গিয়াসউদদীন পাঠান, মো. আইউব, মো. মামুন, ফরহাদ সিদ্দিকী, মো. দিদার, জয়দেব কর্মকার, শফিকুর রহমান, সিরাজুল ইসলাম, কুতুবউদদীন এমরান, হারুনুর রশীদ, আমীর কাশ্মীরি, আনজুম জিয়া, কাশওয়ান ম্যাকিনলে, কাঞ্চন বল, সামসুল ইসলাম শাহজাহান, সৈয়দ মো. কাউসার, সৈয়দ শহীদ, মো. আলম বাবু, আজিজুল ইসলাম ফেরদৌস, ওবায়দুল্লাহ চৌধুরী, কাজল সরকার, সোহেল মালিক, মিরাজ খান, শহীদ খান।
অনুষ্ঠানে বক্তারা কমিউনিটিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান, যাতে করে আগামীতে বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি সাফল্য অর্জন সম্ভব হয়।
নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রথম বারের মত প্রধান তিনটি পদে প্রবাসী বাংলাদেশিরা জয়লাভ করেছেন। সংগঠনের সভাপতি পদে ঢাকার মগবাজারের বাসিন্দা মোহাম্মদ তানভির হাসান, সহসভাপতি পদে চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা জাকিরুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক পদে টাঙ্গাইলের ঘাটাইলের বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস জয় পেয়েছেন।