মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিলেন তামিম ইকবাল

বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: শেষ পর্যন্ত সব গুঞ্জনই সত্যি হল। অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিটির জুবিলি রোডের ‘টাওয়ার ইন’ হোটেলে সংবাদ সম্মেলেন এ ঘোষণা দেন তিনি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে বুধবার (৫ জুলাই) অপ্রত্যাশিত হারের পর রাতে আচমকা সংবাদ সম্মেলনের ঘোষণা দেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এরই মধ্যে উঠে গুঞ্জন, অধিনায়কত্ব ছাড়ছেন তামিম ইকবাল। সেই গুঞ্জনই সত্য হল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এ বাঁ-হাতি ওপেনার।

এ দিন, ১৮ মিনিটের বক্তব্যের শুরুতেই তামিম বলেন, ‘গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক খেলা। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এ মুহূর্তে অবসরের ঘোষণা দিলাম। এ সিদ্ধান্তটি আমি হুট করে নেইনি। আমি গত কয়েক দিন থেকে এটা ভাবছিলাম। আমি আমি পরিবারের সাথেও কথা বলেছি। আমি মনে করি, এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেয়ার।’

এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টি ২০ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। এরপর দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছিলেন।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান তামিম। এর মাঝে কেটে গেছে ১৬ বছর। এর মধ্যে ওয়ানডেতে খেলেছেন ২৪১টি ম্যাচ। ৩৬ দশমিক ৬২ গড়ে রান করেছেন আট হাজার ৩১৩। পাশাপাশি টেস্টে ৭০ ম্যাচে ৩৮ দশমিক ৮৯ গড়ে করেছেন পাঁচ হাজার ১৩৪ রান। আর ৭৮টি টোয়েন্টি খেলে ২৪ দশমিক শুন্য আট গড়ে এক হাজার ৭৫৮ রান করে গত বছর অবসর নেন।