রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আবু সাঈদের বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দিলেন ইউনূস

শনিবার, আগস্ট ১০, ২০২৪

প্রিন্ট করুন

রংপুর: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদের বাড়িতে দিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দিয়েছেন। আজ শনিবার (১০ আগস্ট) সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছে সাঈদের কবর জিয়ারত করেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। সাঈদের পিতা-মাতা ও পরিবারের সদস্যদের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন মুহাম্মদ ইউনূস।

রংপুর সফরে ইউনূসের সঙ্গে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ফ্রান্স থেকে বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা বিমানবন্দরে পৌঁছার পর ইউনূস আবু সাঈদকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, ‘এ মুহুর্তে আমি আবু সাঈদকে স্মরণ করছি, যার ছবি প্রত্যেক বাংলাদেশীর স্মৃতিতে খোদাই করা আছে। কেউ এটি ভুলতে পারে না। কি অবিশ্বাস্যভাবে সাহসী যুবক ছিলেন তিনি! তিনি বন্দুকের সামনে দাঁড়িয়ে যান এবং তারপর থেকে আন্দোলনরত তরুণ-তরুণীরা হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারতে পা মার, আমরা এখানে আছি।’

আবু সাঈদ আন্দোলনের সময় সামনে থেকে প্রতিবাদের নেতৃত্ব দেন। তিনি বেরোবিতে সরকারি চাকুরির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন। শহিদ সাঈদ বেরোবির ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

গেল ১৬ জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাঈদ। পর দিন পীরগঞ্জ উপজেলায় তাকে দাফন করা হয়।