রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আরো এক রাজ্যে নির্বাচনে অযোগ্য ট্রাম্প

শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩

প্রিন্ট করুন
ডোনাল্ড ট্রাম্প

মেইন, যুক্তরাষ্ট্র: আরো এক রাজ্যে নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে প্রাইমারি ব্যালট তথা প্রাথমিক ভোট থেকে তাকে অযোগ্য ঘোষণা করেছে মেইন অঙ্গরাজ্য নির্বাচন কর্মকর্তারা। ‘সাংবিধানিক’ বিদ্রোহের ধারা উদ্ধৃত করে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অঙ্গরাজ্যটির শীর্ষ নির্বাচনী কর্মকর্তা এ রায় দিয়েছেন। খবর বিবিসির।

সেক্রেটারি অফ স্টেট শেনা বেলোস বলেছেন, ‘ট্রাম্পের কার্যক্রম ২০২১ সালে ইউএস ক্যাপিটল দাঙ্গার নেতৃত্ব দিয়েছিল, যার কারণে তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যোগ্য নন।’

৩৪ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুসারে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে ব্যান করা হয়েছে। কারণ, এ সংশোধনীতে বলা হয়েছে, যারা বিদ্রোহ বা দাঙ্গার সাথে জড়িত, তারা এ পদে (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) নিষিদ্ধ।’

শেনা বেলোস আরো বলেন, ‘আমি চিন্তাভাবনা না করে এ সিদ্ধান্তে পৌঁছা্ইনি। এর পূর্বে কোন প্রেসিডেন্ট এমন বিদ্রোহের সাথে জড়িত ছিলেন না।’

ডোনাল্ড ট্রাম্পকে এর পূর্বে কলেরোডো অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। গেল ১৯ ডিসেম্বর কলোরাডো সুপ্রিম কোর্ট রায়ে এ নির্দেশ দেন।