সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

শিরোনাম

আলবেনীতে ২৮-২৯ জুন ইসলামিক কনভেনশন

সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: প্রবাসী প্রজন্মকে ধর্মীয় আবহে উজ্জীবিত রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের রাজধানী আলবেনীতে আগামী ২৮ ও ২৯ জুন দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত হবে।

‘নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স’ আয়োজিত এ কনভেনশনে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আড়াই হাজারের বেশি মুসলিমের অংশগ্রহণের কথা রয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের এআর রাজ্জাক ব্যাংকুইট রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল-আজহারি জানান, যুব সমাজকে ধর্মীয় সংস্কৃতিতে জড়িয়ে রাখতে সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হবে।

কনভেনশনে অংশ নেবেন বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম জাঈদ শাকির, শেখ নূর মোহাম্মদ কাব্বানী, ইমাম গোলাম রসুল, শেখ আলী অ্যাল সাঈদ ও মোহাম্মদ বিন আহিয়া আল-নিনোঈ।

সংবাদ সম্মেলনে অতিথি ছিলেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।