সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইউক্রেনে গুচ্ছ অস্ত্র সরবরাহের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা রাশিয়ার

শনিবার, জুলাই ৮, ২০২৩

প্রিন্ট করুন

মস্কো, রাশিয়া: ইউক্রেনে গুচ্ছ অস্ত্র সরবরাহ করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা করেছে রাশিয়া। এ ধরনের অস্ত্রকে গণহত্যার পন্থা ও বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করে মস্কো এ নিন্দা করে।খবর সিনহুয়ার।

আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রীয় ডুমা কমিটির চেয়ারম্যান লিওনিড স্লাতস্কির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত গণহত্যার একটি সরাসরি পথ ও এটি ভবিষ্যতে তাদের ইউরোপীয় অংশীদারদের সাথে একত্রে ন্যায়বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করাবে।’

স্লতস্কি বলেন, ‘রাশিয়া এটির কঠোর প্রতিক্রিয়া জানাবে ও আমাদের সামরিক ইউনিটগুলোকে শত্রুদের গুচ্ছ অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে অবহিত করা হয়েছে।’

যুক্তরাষ্ট্র শুক্রবার (৭ জুলাই) ইউক্রেনে গুচ্ছ অস্ত্র পাঠানোর সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। এ ধরনের অস্ত্র পৃথিবীর ১২৩টি দেশ দ্বারা একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়।

২০১০ সালে কার্যকর করা গুচ্ছ অস্ত্র কনভেনশন এ ধরনের অস্ত্রের ব্যবহার, উৎপাদন, স্থানান্তর ও মজুদ নিষিদ্ধ করা হয়। তবে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন এ কনভেশনে সই করেনি।

যুক্তরাষ্ট্র ইউক্রেনে যে গুচ্ছ অস্ত্র পাঠাবে, তা ১৫৫ মিমি কামান থেকে নিক্ষেপ করা যায়।