শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইউটাহ সিটিতে আট মরদেহ উদ্ধারের ঘটনা/নেপথ্যে; স্ত্রী তালাক চাওয়া

শুক্রবার, জানুয়ারী ৬, ২০২৩

প্রিন্ট করুন

ইনোক, ইউটাহ: যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে মাইকেল হাইট নামের (৪২) এক ব্যক্তি তার স্ত্রী, পাঁচ সন্তান এবং শাশুড়িকে গুলি করে হত্য করেছে। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন। স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করায় হতাশা ও রাগ থেকে তিনি এমনটি করেছেন। বুধবার (৪ জানুয়ারি) ইউটাহর ইনোক সিটি এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের পাঁচ শিশুসহ আট সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। খবর সিবিএসের।

নিহতরা হলেন মাইকলে হাইটের স্ত্রী তৌশা হাইট (৪০), শাশুড়ি গেইল আর্ল (৭৮) ও ৪ থেকে ১৭ বছর বছর বয়সী তিন মেয়ে ও দুই ছেলে।

পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘একটি বাড়ি থেকে তিনজন প্রাপ্ত বয়স্ক ও পাঁচজন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই গুলিতে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ইনোক সিটির ম্যানেজার রব ডটসন বলেন, ‘বেশ কয়েক দিন ধরে ওই বাড়ির কাউকে দেখতে না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ বাড়িতে প্রবেশ করে দেখতে পায়, পরিবারের আট সদস্যের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে।

স্থানীয় আদালতের রেকর্ডে দেখা যায়, মাইকেল হাইটের স্ত্রী তৌশা হাইট গত বছরের ২১ ডিসেম্বর বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন।

তৌশার আইনজীবী জানান, হাইটকে ২৭ ডিসেম্বর বিবাহবিচ্ছেদের কাগজপত্র পাঠানো হয়।