রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইপিজেডের শ্রমিকদের জন্য ১২ হাজার ৮০০ টাকা নিম্নতম মজুরি চূড়ান্ত

বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীনে পরিচালিত ইপিজেডের শ্রমিকদের জন্য ১২ হাজার ৮০০ টাকা নিম্নতম মজুরি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মজুরি বোর্ডের পঞ্চম ও সর্বশেষ সভায় এ মজুরি চূড়ান্ত করা হয়।

নতুন মজুরি কাঠামোতে ইপিজেডস্থ একজন শ্রমিক নিম্নতম মূল মজুরি ছয় হাজার ৯৫০ টাকা, মূল মজুরির ৫০ শতাংশ বাড়ি ভাড়া (তিন হাজার ৪৭৫ টাকা) ও চিকিৎসা ভাতা দুই হাজার ৩৭৫ টাকা হিসেবে মোট ১২ হাজার ৮০০ টাকা পাবেন। এছাড়া নিম্নতম মোট মজুরির অতিরিক্ত হিসেবে শ্রমিকরা খাদ্য বা খাদ্য ভাতা এবং পরিবহন বা পরিবহন ভাতা পাবেন; যা এর আগে ছিল ও ও বর্তমান মজুরি কাঠামোতেও এ সুবিধা বহাল থাকবে।

‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯’ এর ধারা ৬৫ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার বেপজার নির্বাহী চেয়ারম্যানকে প্রধান করে প্রধানমন্ত্রীর কার্যালয়, শ্রম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ইপিজেডের মালিক ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে গেল ৯ নভেম্বর ১১ জনের মজুরি বোর্ড গঠন করে। মজুরি বোর্ডের প্রথম সভায় তিনজন মালিক প্রতিনিধি, তিনজন শ্রমিক প্রতিনিধিসহ সাতজন সদস্যকে কো-অপ্ট করা হয়।

মজুরি বোর্ড এর আগে মোট চারটি সভা করে সর্বসম্মতিক্রমে ১২ হাজার ৮০০ টাকা নিম্নতম মজুরি সুপারিশ করেন। সুপারিশকৃত খসড়া মজুরি গেল ৭ ডিসেম্বর গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশিত হয়। ওই প্রজ্ঞাপনের ১৪ দিনের মধ্যে প্রাপ্ত বিভিন্ন পক্ষের মতামত বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করা হয়; যা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

চূড়ান্ত মজুরি গেল ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে অর্থাৎ আগামী জানুয়ারি থেকে ইপিজেডে কর্মরত প্রায় পাঁচ লাখ শ্রমিক নতুন কাঠামোতে মজুরি পাবেন।

বর্তমানে ইপিজেডে কর্মরত একজন শ্রমিকের নিম্নতম মোট মজুরি (খাদ্য ও পরিবহন ভাতা বাদে) আট হাজার ২০০ টাকা; যা সর্বশেষ ২০১৮ সালে নির্ধারণ করা হয়েছিল। নতুন কাঠামোতে ইপিজেডস্থ শ্রমিকদের নিম্নতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

বলে রাখা ভাল, বর্তমানে দেশের নানা প্রান্তে আটটি ইপিজেড ও চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪৫০টি শিল্প চালু রয়েছে। দেশি-বিদেশি ৩৭টি দেশের বিনিয়োগকারী নভেম্বর ছয় দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। ইপিজেডগুলো থেকে এ পর্যন্ত প্রায় ১০৭ বিলিয়ন মার্কিন ডলার সমদামের পণ্য রপ্তানি হয়েছে।