শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইরানের বিবৃতি, ‘ট্রাম্পকে প্রাণনাশের হুমকির অভিযোগ ভিত্তিহীন’

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪

প্রিন্ট করুন
নাসের কানানি

তেহরান, ইরান: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশের হুমকির অভিযোগ ‘হাস্যকর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র নাসের কানানি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিবৃতিতে এ দাবি করেন।

এর পূর্বে, বুধবার (২৫ সেপ্টেম্বর) ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছিলেন, ‘ইরানের তরফ থেকে তার জীবনের জন্য বড় হুমকি রয়েছে।’ প্রাক্তন প্রেসিডেন্টের প্রচারশিবিরও দাবি করেছিল, ইরানের তরফ থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকির ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘ইরানের তরফ থেকে আমার জীবনের জন্য বড় হুমকি রয়েছে। যুক্তরাষ্ট্রের পুরো সামরিক বাহিনী ব্যাপারটি দেখছে ও অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘এরইমধ্যে ইরানের নেয়া কিছু পদক্ষেপ কার্যকর হয়নি। তবে, তারা ফের চেষ্টা করবে।’

বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন প্রশাসনে কাজ করা প্রাক্তন কয়েকজন আমেরিকান কর্মকর্তার বিরুদ্ধে ইরানের হুমকির ব্যাপারে অনুসন্ধান করছে যুক্তরাষ্ট্র।

এ নিয়ে নাসের কানানি বলেন, ‘এটি স্পষ্ট যে, এ ধরনের দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী কৌশলের একটি অংশ হিসেবে। এসব অভিযোগের নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এসব নিয়ে আমাদের আসলে প্রতিক্রিয়া দেখানোই উচিত নয়।’’

কানানি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার ফিলিস্তিনে সংঘটিত আন্তর্জাতিক অপরাধে ইসরায়েলের শাসকদের সহায়তা করে আসছে। এ ছাড়া, লেবাননে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায় এড়াতে পারে না। বিশ্বজনমত মনে করে, এ ধরনের মানবিক বিপর্যয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রশাসন দায়ী।’

এ দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ারে স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ বৈঠক হওয়ার কথা ছিল।

জেলেনস্কি বহু দিন ধরেই ট্রাম্পের সাথে বৈঠক করতে চাচ্ছিলেন। তবে, এ বৈঠক নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত দোদুল্যমান ছিল।