শনিবার, ২৪ মে ২০২৫

শিরোনাম

ইশরাককে শপথ না পড়ানোয় যুক্তরাষ্ট্রে বিএনপির বিক্ষোভ

শনিবার, মে ২৪, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হলেও ইশরাক হোসেনকে শপথ না পড়ানোয় বিক্ষোভ সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা।

গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ করেন তারা।

‘সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ’ যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সবুর।

মাকসুদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ।

তিনি বলেন, ‘ইশরাককে মেয়র হিসেবে অধিষ্ঠিত করলে নগরবাসীর বিরাজমান সমস্যার সমাধানের পথ সুগম হবে। কিন্তু কোন কোন উপদেষ্টা এটা চাচ্ছেন না। আর এভাবে নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন।’

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে বর্তমান প্রশাসন আদালতের রায় উপেক্ষা করছে। জনগণের রক্তের বিনিময়ে নয়, উপদেষ্টাদের ইচ্ছায় কারও নাম ফলকে চিরস্থায়ী করা যায় না।

সমাবেশে বক্তব্য দেন মেশাররফ হোসেন সবুজ, জসিম উদ্দিন ভূঁইয়া, এমএ বাতিন, ফারুক হোসেন মজুমদার, জাহাঙ্গীর সরোয়ার্দী, রিয়াজ মাহমুদ, নাসিম আহমেদ, মোতাহার হোসেন ও ইখতিয়ার আহমেদ।