শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইসরাইলকে আরো ৮৭০ কোটি ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: গাজা ও লেবাননে সামরিক আগ্রাসনের মধ্যেই ইসরাইলকে আরো ৮৭০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সামরিক কর্মকাণ্ড এগিয়ে নিতে ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে ই সামরিক সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গেল সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলের বাহিনী। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে লেবাননে ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহও।

এ অবস্থায় দুই দেশের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সংঘাত নিরসনে সমাধানের পথ বের করতে গেল বুধবার (২৫ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়ন এবং ১১টি দেশ ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে তিন সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেয়। তবে, যুদ্ধবিরতির প্রস্তাব উড়িয়ে দিয়েছেন ইসরাইলের কর্মকর্তারা।

ফলে, বিমান ও ড্রোন হামলা চলছেই। এ অবস্থার মধ্যেই ইসরাইলকে যুক্তরাষ্ট্রের বড় সামরিক সহায়তার সংবাদ সামনে এল। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল জামির ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে পেন্টাগনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।

এ প্যাকেজের অর্থ দুই ভাগে দেয়া হয়েছে। এক ভাগে রয়েছে ৩৫০ কোটি মার্কিন ডলারের যুদ্ধকালীন অপরিহার্য সব দ্রব্য ক্রয়ের খাতে বরাদ্দ, যা এরমধ্যে দেয়া হয়েছে। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রাখা হয়েছে ৫২০ কোটি মার্কিন ডলার।

বিবৃতিতে বলা হয়, ‘দেশের জটিল ও সংবেদনশীল নিরাপত্তা ব্যবস্থাপনার উন্নয়নে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরমধ্যে রয়েছে আয়রন ডোম নিরাপত্তা ব্যবস্থা, ডেভিড’স স্লিং ও অত্যাধুনিক উচ্চ-ক্ষমতা সম্পন্ন লেজার প্রতিরক্ষা ব্যবস্থা।’

ইসরাইলের সুরক্ষায় নিয়মিত সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। তবে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সহায়তার পরিমাণ অনেকটাই বেড়েছে। গেল মাসেই ইসরাইলকে ৩৫০ কোটি ডলার সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।