রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইসরাইলি মন্ত্রীর আল-আকসা প্রাঙ্গণে ‘উস্কানিমূলক’ প্রবেশের নিন্দা তুরস্কের

বৃহস্পতিবার, জানুয়ারী ৫, ২০২৩

প্রিন্ট করুন

আঙ্কারা, তুরস্ক: জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রীর ‘উস্কানিমূলক’ প্রবেশের নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহবান জানিয়েছে তুরস্ক। বুধবার (৪ জানুয়ারি) এ আহবান জানানো হয়। খবর এএফপির।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলু ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলার পর তার উদ্ধৃতি দিয়ে কাভুসোগলুর দপ্তর জানায়, ‘আল-আকসা মসজিদে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের উস্কানিমূলক প্রবেশকে আমরা অগ্রহণযোগ্য মনে করি।’

জাতীয় নিরাপত্তা মন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিন পর বেন-গভির মঙ্গলবার (৩ জানুয়ারি) এ মসজিদে প্রবেশ করেন। অত্যন্ত সংবেদনশীল এ স্থানে তার প্রবেশ করা নিয়ে কঠোর সমালোচনার জন্ম দিয়েছে। আল-আকসা হচ্ছে ইসলামের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিদের কাছেও এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত। তারা প্রাঙ্গণটিকে টেম্পল মাউন্ট মনে করে।

২০১০ সালে গাজা উপত্যকায় সাহায্যবহনকারী তুরস্কের এটি জাহাজে ইসরাইলি হামলায় দশজন নিহত হওয়ার পর দেশ দুইটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

গত আগস্টে ইসরাইল ও তুরস্ক সম্পর্ক পুরোপুরি পুনঃস্থাপন ও উভয় দেশের রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোর ঘোষণা দেয়। উভয় পক্ষের সম্পর্কের এমন উষ্ণতা চলাকালে আঙ্কারার পক্ষ থেকে এ নিন্দা জানানো হল।

গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানও ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরে আসায় বেনিয়ামিন নেতানিয়হুকে অভিনন্দন জানান। এ দুই নেতার মধ্যে ব্যক্তিগত শত্রুতার ইতিহাস থাকা সত্বেও তিনি তাকে অভিনন্দন জানান।

কাভুসোগলু নতুন ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রী এলি কোহেনকে বলেন, ‘দুই দেশ ‘দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একত্রে কাজ করবে।’