শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের বাহিনীকে বাইডেনের নির্দেশ

বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের বাহিনীকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন স্যাভেট পোস্টে বলেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা পর্যবেক্ষণ করছেন ও তাদের জাতীয় নিরাপত্তা দলের কাছ থেকে নিয়মিত আপডেট নিচ্ছেন।’

ওই মুখপাত্র আরো বলেন, ‘বাইডেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের হামলা মোকাবিলা ও ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করার পর যুক্তরাষ্ট্র থেকে এ বিবৃতি এল।