রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধের সংবাদ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি

শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোন ইসলামী ব্যাংককে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর থেকে বিরত বা বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কয়েকটি জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইন পোর্টালে শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কয়েকটি ইসলামী ব্যাংককে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর থেকে বিরত বা বিচ্ছিন্ন রাখার সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে, বাংলাদেশ ব্যাংকের নিকাশ ঘর পরিচালিত হয় পেমেন্ট সিস্টেমস বিভাগের তত্ত্বাবধানে এবং পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ ধরনের কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকে সব বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবে ক্লিয়ারিং সেটেলমেন্ট ছাড়াও অন্য সব ধরনের লেনদেন যেমন সরকারি সিকিউরিটিজ, কলমানি পৃভৃতি সম্পন্ন হয়। ফলে, দিন শেষে যে কোন ব্যাংকের স্থিতি ঋণাত্মক হতে পারে এবং সে ক্ষেত্রে বিডি ম্যানুয়াল ১৯৪৫-এ বর্ণিত নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো দিনশেষে বা পরবর্তী সমন্বয় করে থাকে। এটি একটি চলমান ও নিয়মিত প্রক্রিয়া; যা অনেক দিন থেকেই অনুসৃত হয়ে আসছে।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক সংবাদ মাধ্যমকে জানান, ‘ইসলামী ব্যাংকগুলোর লেনদেন কার্যক্রম বন্ধ করে দেয়া হবে, এমন কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। আগামী রোববার (১৭ ডিসেম্বর) এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা সংবাদ মাধ্যমের কাছে উপস্থাপন করবে বাংলাদেশ ব্যাংক।