বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ

রবিবার, নভেম্বর ২৬, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: চলতি বছরে অনুষ্ঠিত দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

রোববার (২৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষা মন্ত্রী দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সব বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

পরে, সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন দীপু মনি।

এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন। সব শিক্ষা বোর্ডে চলতি বছরে পরীক্ষায় মোট পাস করেছে দশ লাখ ৬৭ হাজার ৮৫২ জন শিক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক নয় শতাংশ। মোট জিপিএ-পাঁচ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সব বোর্ডে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষার পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

সব বোর্ডে এবার অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছিল ছয় লাখ ৮৯ হাজার ২৩ জন, উত্তীর্ণ হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯১৯ জন; পাসের হার ৭৬ দশমিক ৭৬; জিপিএ -পাঁচ পেয়েছে ৪৩ হাজার ২৩০ জন। অংশগ্রহণকারী ছাত্রী ছিল ছয় লাখ ৬৮ হাজার ৮৯২ জন, পাস করেছে পাঁচ লাখ ৩৮ হাজার ৯৩৩ জন; পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ; জিপিএ-পাঁচ পেয়েছে ৪৯ হাজার ৩৬৫ জন।

নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক শূন্য সাত শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ ও যশোর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ।

গেল ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট শুরু হয়।

এ বছর নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ছয় লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ছয় লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

চলতি বছরে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে প্রশ্নপত্র নিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।