শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্রের ষষ্ঠ বর্ষ পূর্তি উৎসব রোববার

শনিবার, জানুয়ারী ২৮, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ‘একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র’ – যাত্রাকাল ২০১৭ সালের ১৮ জানুয়ারি। হাঁটি-হাঁটি পা-পা করে একুশ এখন সপ্তম বছরে। নাতিদীর্ঘ এ পথ-পরিক্রমায় তারুণ্যের স্পর্ধায় একুশ আজ আরো পরিপক্ক, সমৃদ্ধ ও প্রতিশ্রুতিশীল।

‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ শিরোনামে রোববার (২৯ জানুয়ারি) বিকাল পাঁচটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে একুশের ষষ্ঠ বর্ষপূর্তি উৎসব সাজানো হয়েছে বর্ণিল আয়োজনে। বর্ণাঢ্য উৎসব প্রাঙ্গণে থাকছে সুধীজনের আশীর্বাণী, নন্দিত আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তি, একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, চড়া পাঠ, কবিতা পাঠ, দলীয় নৃত্য, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও মূকাভিনয়। উৎসব সহযোগী ডেল্টা ইমিগ্রেশন, হল সেভেন ইলাভেন কনভেনশান সেন্টার, সুব্রত’স এবসোলিউট ভ্যালু ও রাজবাড়ি কনভেনশান সেন্টার।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন শুরু হবে ও একুশ সদস্যদের অংশগ্রহণে থাকছে সমবেত আবৃত্তি ‘কাণ্ডারী হুঁশিয়ার’। একুশ সভাপতি ডাক্তার শ্যামল কর্মকারের সভাপতিত্বে উৎসব উদ্বোধন করবেন দেশের নন্দিত নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। অতিথির আসন অলংকৃত করবেন বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহাম্মদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রীতা দত্ত, বিশিষ্ট কবি ও সাংবাদিক রাশেদ রউফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু ও ডেল্টা ইমিগ্রেশনের সিইও মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সজল দাশ ও অনুষ্ঠান পরিচালনা করবেন সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী জিকু।

আয়োজনে শুভেচ্ছা কথন ও আবৃত্তি পরিবেশন করেবেন আনোয়ারুল ইসলাম বাপ্পী (ডিঙ্গি সামাজিক সাংস্কৃতিক সংগঠন), আসাদ উল্লাহ (চট্টগ্রাম আবৃত্তি একাডেমি), ইকবাল হোসেন জুয়েল (প্রমিতি সাংস্কৃতিক একাডেমি), উম্মে সালমা নিঝুম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ), ঐশী পাল (আবৃত্তি আলয় বৈখরী), প্রণব চৌধুরী (বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম), ফারুক তাহের (উচ্চারক আবৃত্তি কুঞ্জ), বনকুসুম বড়ুয়া (দৃষ্টি চট্টগ্রাম), বর্ষা চৌধুরী (প্রহর সাংস্কৃতিক সংগঠন), মো. আব্দুল্লাহ ফারুক রবি (প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি), মো. মছরুর হোসেন (মুক্তধ্বনি আবৃত্তি সংসদ), মো. মুজাহিদুল ইসলাম (তারুণ্যের উচ্ছ্বাস), মো. শাহেদুল ইসলাম (পাণ্ডুলিপি আবৃত্তি দল), মো. সেলিম ভুঁইয়া (স্বদেশ আবৃত্তি সংগঠন), সঞ্জয় কুমার (অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ও সুপ্রিয়া চৌধুরী (চট্টলা আবৃত্তি একাডেমি); কবিতা পাঠ করবেন কবি আলী প্রয়াস, আশীষ সেন, ইউসুফ মাহমুদ, কমলেশ দাশগুপ্ত, কামরুল হাসান বাদল, বিদ্যুৎ কুমার দাশ, রুহু রুহেল, সেলিনা শেলী ও স্বপ্না মল্লিক; ছড়া পাঠ করবেন ছড়াকার অরুণ শীল, আ ফ ম মোদাচ্ছের আলী, উৎপলকান্তি বড়ুয়া, কেসপ জিপসী, জসীম মেহেবুব, জিন্নাহ চৌধুরী ও বিপুল বড়ুয়া; দলীয় নৃত্য পরিবেশন করবেন ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, কৃত্তিকা নৃত্যালয়, ডান্স একাডেমি ও মাধুরী নৃত্যকলা একাডেমি; একক সংগীত পরিবেশন করবেন অভ্যুদয় সংগীত অঙ্গনের পরিচালক শ্রেয়সী রায়; সমবেত সঙ্গীতে থকছেন একুশ সদস্য আলপনা বড়ুয়া, নীরব দাস ও রাজেশ কর, তবলায় পূজা দাশ, মৃদঙ্গে সঞ্জয় কুমার দাশ ও উৎসবে মূকাভিনয় পরিবেশন করবেন সাইলেন্ট থিয়েটার।

এ ছাড়া, একুশের সদস্যদের অংশগ্রহণে থাকছে প্রযোজনা ‘আমার পরিচয়’। সম্পাদনা ও নির্দেশনা অনির্বাণ চৌধুরী জিকু। পরিবেশনায় জয় চন্দ্র বিশ্বাস, দীপিতা দেব তমা, প্রতীক বড়ুয়া; প্রযোজনা ‘আমি বীরাঙ্গনা বলছি’। গ্রন্থনায় নীলিমা ইব্রাহিম ও নির্দেশনায় রেনিয়া চৌধুরী। পরিবেশনায় অনুকা গুহ, উদিতা ভট্টচার্য্য, মো. মোহাই মেনুল, স্নিগ্ধা সিকদার। প্রযোজনা ‘ক্ষীর নদীর খোকাখুকী’। সম্পাদনায় শ্রাবণী দাশগুপ্তা ও নির্দেশনায় অনির্বাণ চৌধুরী জিকু, পরিবেশনায় একুশ শিশু বিভাগ। একক আবৃত্তি পরিবেশন করবেন অর্পিতা মজুমদার, আফরোজা শাবরিন প্রিয়া, টুটুল দেবনাথ, পলি রাণী দেবী, সৈয়দ আব্দুল মাবুদ।

শ্যামল কর্মকার উৎসবে একুশের সব সুহৃদকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।