রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

এখনো কোথাও আশ্রয় চাননি শেখ হাসিনা

বুধবার, আগস্ট ৭, ২০২৪

প্রিন্ট করুন
শেখ হাসিনা

চট্টগ্রাম: ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্থায়ীভাবে ভারতে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ‘হাসিনা এখান যুক্তরাজ্যে যাবেন ও সেখানে রাজনৈতিক আশ্রয় নেবেন।’ তবে, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দাবি, শেখ হাসিনা এখনো কোথাও আশ্রয় চাননি।

বুধবার (৭ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

তিনি আরো জানান, তার মা আর রাজনীতিতে ফিরবেন না।

জয় বলেন, ‘আমাদের পরিবার এখন একসাথে সময় কাটানোর পরিকল্পনা করছে। তবে, আমরা কোথায় একত্র হব, তা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত আসেনি।’

জয় বলেন, ‘আমি ওয়াশিংটনে আছি, আমার খালা লন্ডনে, আমার বোন দিল্লিতে।
তিনি (হাসিনা) হয়তো এ জায়গাগুলোর মধ্যে ভ্রমণ করতে পারেন।’

এ দিকে, শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার ব্যাপারে যুক্তরাজ্যের অনাগ্রহ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হাসিনার ভিসা বাতিলের বিষয়ে একাধিক প্রশ্নের উত্তরে সজীব ওয়াজেদ বলেন, ‘এটি ভুল। তিনি (শেখ হাসিনা) এখন পর্যন্ত কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই, যুক্তরাজ্যের সাড়া না দেয়ার ব্যাপারটি সত্য নয়। আর ভিসা বাতিল করা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কথা হয়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যান তিনি।

আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে। বর্তমানে ভারতীয় গোয়েন্দা সংস্থার নিরাপত্তায় রয়েছেন শেখ হাসিনা। এখন তার নিরাপত্তার ব্যাপারটি তারাই দেখছেন। ভবিষ্যৎ কর্মপন্থা তৈরিতে তাকে আরো কিছু দিন সময় দেয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ দিকে, যুক্তরাজ্যের অনীহা সত্ত্বেও শেখ হাসিনা দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদন করতে যাচ্ছেন বলে জানিয়েছে এনডিটিভি।