বুধবার, ০২ এপ্রিল ২০২৫

শিরোনাম

এগ হারবার টাউনশিপে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’

রবিবার, মার্চ ৩০, ২০২৫

প্রিন্ট করুন

নিউ জার্সি: রোববার (৩০ মার্চ) যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের বার্তা পেয়েই প্রবাসীরা মেতে উঠেছে আনন্দ উৎসবে।

ঈদের আগের রাত অর্থাৎ চাঁদ রাত মুসলিম সম্প্রদায়ের মনে প্রাণে বিশেষ উৎসবের আমেজ নিয়ে আসে। শনিবার (২৯ মার্চ) রাতে নিউ জার্সি রাজ্যের আটলান্টি কাউন্টির এগ হারবার টাউনশীপের একটি ভেন্যুতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে জমকালো চাঁদ রাতের আয়োজন করা হয়।

এই বিশেষ রাতে বসে গানের আসর, যেখানে প্রবাসী শিল্পীরা গান করেন এবং নেচে আনন্দ উপভোগ করেন।

নারী ও মেয়েদের জন্য চাঁদ রাতের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মেহেদি লাগানো। নানা ডিজাইনের মেহেদি হাতে দিয়ে ঈদের আনন্দ আরও রঙিন করে তোলেন তারা।

নৈশভোজের মাধ্যমে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ শেষ হয়।