সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

এবার কোরআন পোড়ানো হল ডেনমার্কে

রবিবার, জুলাই ২৩, ২০২৩

প্রিন্ট করুন

ডেনমার্ক: ইউরোপের দেশ সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনায় এখনো উত্তপ্ত বিশ্ব। এরই মধ্যে ফের কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ ডেনমার্কে। দেশটির ইরাকি দূতাবাসের সামনে এ কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরাকের পতাকাও পোড়ানো হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘শুক্রবার (২১ জুলাই) সুইডেনের ইসলামবিদ্বেষী গোষ্ঠী ড্যানস্কে প্যাট্রিয়টার কোপেনহেগেন ইরাকি দূতাবাসের সামনে এ কোরআন পোড়ানোর ঘটনা ঘটায়। গোষ্ঠীটি জানিয়েছে, তারা এ কাজটি করেছে মূলত ইরাকে সুইডিশ দূতাবাসে হামলার প্রতিবাদে।’

গোষ্ঠীটি কোপেনহেগেন কোরআন পোড়ানোর পাশাপাশি ইসলামবিরোধী বিভিন্ন স্লোগানও দেয়। ড্যানিশ পুলিশের উপস্থিতিতে গোষ্ঠীটি কোরআন পোড়ানোর মত জঘন্য ঘটনা ঘটায়। পরে তারা কোরআন পোড়ানোর পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে সুইডেনে ফের কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে ইরাকি নাগরিকদের একটি দল বাগদাদের সুইডিশ দূতাবাসে হামলা চালায় ও ভাঙচুর করে।

এ দিকে, বৃহস্পতিবার (২০ জুলাই) ফের মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর অনুমতি দেয়ায় ইরাকের প্রধানমন্ত্রী অবিলম্বে বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ছাড়তে বলেন। পাশাপাশি, স্টকহোমে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকেও দেশে ডেকে পাঠান তিনি।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে অবিলম্বে ইরাক ছাড়তে নির্দেশ দিয়েছেন।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘কোরআন পোড়ানো, ইসলামের পবিত্র বিষয়কে অবমাননা ও ইরাকি পতাকা পোড়ানোর জন্য সুইডিশ সরকারের বার বার অনুমতি দেয়ার কারণে ইরাক সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’