ডেস্ক প্রতিবেদন: চলচ্চিত্রের পর এবার টিভি সিরিজ হয়ে আসছে হ্যারি পটার। ব্রিটিশ লেখিকা জেকে রাউলিংয়ের লেখা বইয়ের ওপর ভিত্তি করেই বানানো হচ্ছে এ সিরিজ।
রাউলিং লিখিত হ্যারি পটারের সাতটি বইকে কেন্দ্র করে এ টিভি সিরিজের সিজনগুলো বানানো হবে। পৃতিবীর সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের মধ্যে অন্যতম হ্যারি পটার। বিশ্বজুড়ে ৬০ কোটি কপির বেশি বিক্রি হয়েছে এ সিরিজ।
এর আগে, হ্যারিপটার নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। যেখানে হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল র্যাডক্লিফ।
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রো’স বিবৃতিতে জানিয়েছে, নতুন প্রজন্মের জন্যই এ টিভি সিরিজ বানানো হবে। যেখানে হ্যারি পটার হাজির হবে নতুন রূপে।