শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

এবার নেভাদায় বড় জয় পেলেন বাইডেন

বুধবার, ফেব্রুয়ারী ৭, ২০২৪

প্রিন্ট করুন
জো বাইডেন

নেভাদা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সাউথ ক্যারোলিনার পর নেভাদা অঙ্গরাজ্যেও ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ের প্রাথমিকে জয় পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ জয় আসন্ন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের আরো বেশি শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। খবর দ্য হিলের।

মঙ্গলবারের (৬ ফেব্রুয়ারি) প্রার্থী বাছাইয়ের ভোটে ৮৯ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছেন বাইডেন।

বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি নেভাদার ভোটারদের ধন্যবাদ জানাতে চাই, চার বছর আগে আমাকে ও কামালা হ্যারিসকে জেতানোর জন্য। আর আজকের ভোটে ফের সেই একই পথে আমাদের আরো এক ধাপ এগিয়ে দেয়ার জন্য।’

বাইডেন আরো বলেন, ‘আমাদের অবশ্যই সংগঠিত হতে হবে, সংগঠিত করতে হবে ও ভোট দিতে হবে। কারণ, আমরা এক সময় বলতে পারবে যে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র যখন ঝুঁকির মুখে ছিল, তখন আমরা একসাথে রক্ষা করেছিলাম।’

এর পূর্বে, রোববার (৪ ফেব্রুয়ারি) বাইডেন নেভাদার লাস ভেগাসে একটি র‌্যালিতে যোগ দিয়েছিলেন।

২০২০ সালেও নেভাদায় ট্রাম্পকে হারিয়ে ছিলেন বাইডেন। এর পূর্বে, ২০১৬ সালেও এ অঙ্গরাজ্যেই ট্রাম্পকে হারিয়েছিলেন ডেমোক্র্যাটের মনোনয়নপ্রার্থী হিলারি ক্লিনটন।