নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের ২০২২ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিডস ইউনাইটেড মিডফিল্ডার টাইলার এ্যাডামস। দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নক আউট পর্বে পৌঁছে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এ্যাডামস।
২৩ বছর বয়সী এ মিডফিল্ডার কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। ২০১৮ বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্র এবারের বিশ্বকাপে শেষ ষোলতে খেলেছে।
১৯৫০ সালের পর যুক্তরাস্ট্রের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা এ্যাডামস বলেছেন, ‘এ ধরনের স্বীকৃতি সত্যিকার অর্থেই উৎসাহ যোগায়। কিন্তু, আমার কাছে সব সময়ই ব্যক্তিগত সাফল্যের তুলনায় পুরো দলের কৃতিত্ব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে খেলতে যাওয়ার অভিজ্ঞতা, গ্রুপ পর্বে ভাল খেলা এবং নক আউট পর্বে যাওয়া- এ বছর আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। জাতীয় দলের সতীর্থদের সহযোগিতা ছাড়া এ সাফল্য কোনভাবেই সম্ভব ছিলনা।’
সমর্থকদের ভোটে এ্যাডামস সুস্পষ্ট ফেবারিট হিসেবেই এগিয়ে ছিলেন। পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় এ্যাডামস ৭১ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন। পরের দুই স্থানে থাকা ক্রিস্টিয়ান পুলিসিচ ও গোলরক্ষক ম্যাট টার্নার পেয়েছেন যথাক্রমে ১৪ দশমিক সাত শতাংশ ও আট দশমিক দুই শতাংশ ভোট।