নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের আলোচনা সভা করেছেন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটির’ গত ৫০ বছরে দায়িত্ব পালনকারী সাবেক কর্মকর্তারা।
গত ২১ এপ্রিল রাতে নিউইয়র্কের জ্যামাইকার পারসন্স বুলেভার্ডের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করেন তারা।
এতে সংগঠনের সাবেক পদধারীরা নিজেদের পরিচয়, দায়িত্বকাল এবং অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন। সভাপতিত্ব করেন ওয়াদুদ ভূঁইয়া, সঞ্চালনা করেন বাবুল চৌধুরী ও মোহাম্মদ জামান তপন।
সভায় ভবিষ্যতে প্রতি বছর একটি পারিবারিক মিলনমেলা আয়োজনের প্রস্তাব পাশ হয়। একইসঙ্গে একটি আহ্বায়ক কমিটি গঠন করেন তারা।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটির অতীতে বিভিন্ন নির্বাচনে প্রতিশ্রুতি থাকলেও নিউইয়র্কে কমিউনিটি সেন্টার নির্মাণ কিংবা ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজনে ব্যর্থতার কথাও আলোচনায় উঠে আসে। তবে করোনাভাইরাস মহামারীতে সংগঠনের সদস্যদের ভূমিকার কথা স্মরণ করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, নিউ ইয়র্কে বর্তমানে তিন লাখেরও বেশি বাংলাদেশির বসবাস হলেও কমিউনিটিভিত্তিক ঐক্য সুসংহত নয়। ফলে স্থানীয় নির্বাচনগুলোতেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। বরং জাতিগত বিভাজন ও বাংলাদেশি রাজনীতির অনুরণনে বিভেদ বাড়ছে।
সাবেক কর্মকর্তারা বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণের জন্য সমন্বিত উদ্যোগ অপরিহার্য।” তারা আশা করেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে এবং একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গঠন করতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে।’
সভার উদ্যোক্তা ছিলেন মাহমুদ চৌধুরী, একেএম ফজলে রাব্বী, মোহাম্মদ জামান তপন ও বাবুল চৌধুরী। উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন, মো. রব মিয়া, সউদ আহমেদ চৌধুরী, নুরল হক, সালামত উল্লাহ, নাসির আলী খান পল, মোহাম্মদ হোসেন খান, ফখরুল আলম, রুহুল আমিন ছিদ্দিকী, নজরুল ইসলাম, কাজী আজহারুল হক মিলন, গিয়াস আহমেদ, খন্দকার ফরহাদ, শেখ সিরাজ, জাহিদ খান অরুণ, ওয়াসি চৌধুরী, মনিরুল ইসলাম, আজহার হোসেন, নিশান রহিম, সাইফুল ইসলাম ও ফারহানা চৌধুরী।