বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ

সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ‘সত্যি বল ও ভুল মেনে নাও’ স্লোগানকে সামনে রেখে ভারতের আগ্রাসন এবং বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা ও মিথ্যা খবর প্রচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশী স্টুডেন্ট এন্ড কমিউনিটি এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তব্য দেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ আহমেদ ও শিক্ষক হাসমত সিকদার, মোহাম্মদ তফাদার, আবু সাইদ মাহফুজ, মঞ্জুরুল আলম, মোহাম্মদ তোফায়েল, বোরহান উদ্দিন।

সমাবেশ পরিচালনা করেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষক নজরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মঞ্জুরুল আলম, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ তোফায়েল এবং এসএম জাহিদুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, ‘ভারতের মানুষ বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা, ভাংচুরের মাধ্যমে হীন মন-মানসিকতার পরিচয় দিয়েছে।’

ভারতের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরোও বলেন, ‘আওয়ামী ফ্যাস্টিট দলের সদস্যরা ভারতের সাথে ইন্ধন করে ইসকনের নামে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের সব ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে।