কেউ বলছে আজ শুভ নববর্ষ
কেউ বলেছিল কাল,
এভাবে এ জাতি বিভ্রান্ত হবে
বলুক আর কতটা সাল?
কেউ কি পারে না দূর করতে
এই যে কালের বিভ্রান্তি!
অন্তর দিয়ে মিলে মিশে থেকে
ভালবেসে পাব শান্তি৷
ওরা আজকে আমরা কালকে
এমন কেন হবে?
একই দিনেতে শুভ নববর্ষ
বলতে পারব কবে?
জোর করে তো মানানো যায় না
চাই যথাযথ যুক্তি,
সবাইকে নিয়ে বসে ঠিক করে
দিক আমাদের মুক্তি৷
ঈদ পূজা পূর্নিমায় কালসংকট
কখনো চায় না কেউ,
প্রাণে প্রাণে মিলে মন দেব নেব
উঠবে আনন্দ ঢেউ৷
ভাল তো লাগে না আনন্দ জাগে না
আসে না ঐক্যের ভাব,
আজ কালকের ব্যবধান ঘুচে
জাগুক এক সদ্ভাব৷
কবি: সংস্কৃতি কর্মী, শিক্ষক, চট্টগ্রাম