সিয়াম ত্যাগের সিঁড়ি বেয়ে, আসল খুশির ঈদ/
ঈদ আনন্দে নাচব তা- ধিন, ভাঙবে সব নিদ৷/
ঈদের চাঁদের কী মহিমা! কী যে তারই রূপ/
সে রূপেতে মন ভরে যায়, কেউ থাকে না চুপ৷।
ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ/
প্রাণে প্রাণে প্রাণ মিলিয়ে, বলছে রে তাওহিদ৷/
ঈদ এসেছে, ঈদ এসেছে, হৃদয় পাগল করা/
ঈদের ছোঁয়ায় দূর হয়ে যায় ,যত অসুখ জরা৷/
ঈদ এসেছে ঘরে ঘরে, আনল সুখের ঢেউ/
ঈদের মজা মাখব সবাই, বাদ যাবে না কেউ/
ধনী গরীব ছোট- বড়, ঈদ তো সবার জন্য/
মিলে মিশে মাতামাতি, তাতেই হব ধন্য/
ঈদ মানে তো কোলাকুলি, ভালবাসাবাসি/
দুঃখ ব্যথা বিভেদ ভুলে, শুধুই হাসাহাসি৷
এবাৱ ঈদে শপথ মানি, দেশকে ভালবাসব/
হিংসা দ্বেষ বাধা বিপদ, হানাহানি নাশব৷
ঈদের দিনে আজকে চল, গাই সমতার গান/
সত্যিকারের মানুষ হব, রাখবো দেশের মান৷৷
কবি: সংস্কৃতিকর্মী, শিক্ষক, চট্টগ্রাম