শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: ঈদের খুশি । শ্রাবন্তী বড়ুয়া

বৃহস্পতিবার, এপ্রিল ১১, ২০২৪

প্রিন্ট করুন

আকাশ জুড়ে ছড়িয়ে গেল
বাঁকা চাঁদের হাসি,
সেই হাসিরই পরশ লেগে
খুশির আমেজ মনে জাগে
ছেলে-বুড়ো, যুবা-কিশোর
সবার মুখে হাসি,
সবার মনে ছড়িয়ে গেল
রমজানের ঈদের খুশি।

ধনী-গরিব নেই ভেদাভেদ
এস মিলি সবে,
নতুন নতুন জামা-কাপড়
সবার গায়ে রবে।

যার যা আছে সাধ্যমত
যাকাত করুন দান,
ধনী-দরিদ্র বিভেদ ঘুচে
কমুক ব্যবধান।

ছিন্নমূল ও অনাথ শিশুর
মুখে ফুটলে হাসি,
বেড়ে যাবে ঈদের খুশি
কয়েক শত গুণ বেশি।

জাতি, ধর্ম-বর্ণ ভুলে
সবাই মিলুন উৎসবে,
পুরনো সব বিভেদ ভুলে
আবার হাত মিলান সবে।

কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম