কতটা রাত আমি নির্ঘুম কাটিয়েছি
কত রাত শুধু তোমার কাছে ছুটে চলে যেতে চেয়েছি!
কত বার কিছু বলতে বলতেও আটকে গেছি,
কত বার খুব কাছ থেকেও ফিরে এসেছি!
কতটা সময় অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়েছি,
কতটা মুহূর্ত দীর্ঘশ্বাসে কাটিয়েছি!
কত যে প্রহর দমবন্ধ করা কান্নায় নিজেকে সামলিয়েছি,
আর কত যে দিন তোমার আশায় চাতকের মত পার করেছি!
তুমি কি কখনো বুঝবে?
কখনো নিখোঁজ হলে আমার মতন করে খুঁজবে?
মনে পড়বে আমার কথাগুলো?
তোমার হাসির খোরাক যোগাত যেগুলো?
হয়তো তোমার কাছে আমি সাধারণ,
চলতি পথে মানুষে মানুষে দেখা যেমন!!
তোমার মন ভালর সঙ্গীই করে রেখেছ,
অবসরে ময়লা পরিস্কার হোক সেটাই হয়তো চেয়েছো!
তবে কেন আমি অস্তিত্ববিহীন থাকব সেথায়?
‘আমি’টা আমির ভূমিকাই পালন করে না যেথায়!
থাক না হয় তুমি নিজের পৃথিবী সাজিয়ে,
তোমার মতন করে সবকিছু গুছিয়ে নিয়ে!
‘সবকিছুর হিসেব রাখা হোক তবে
কাটাকাটি শেষে না হয় শূন্যই বাকি রবে’
বিদায় হোক তব আজ এই অবেলায়,
রাত্রিটাও নামুক হাজারো না বলা কথার খেলায়!
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম