আঁধার ঘরে আছে ডুবে,
রিক্ত সিক্ত অপ-ভ্রষ্ট।
কে বা দিয়েছে তারে;
জীর্ণ শীর্ণ কর্দমাক্ত।
উঠেছে দিবাকর
জেগেছে মধুবন,
দুলিছে আমোদ
বাজিছে বাঁশি।
ফিরে আয় হৃদয় মাঝে
সকল কষ্ট বিসর্জনে।
ছিল যত বিদ্বেষ গ্লানি
দিয়ে দে সব কুরবানি।
মানুষ মোরা
এই তো পরিচয়।
ছড়িয়ে পড়ুক
মনুষ্যত্বের ঈদ।