বহু দিনই তো হল সেই ঘর হতে বাহিরে,
মনে পড়লে সেই দিনগুলো, শুধু পিছু ফিরে চাহিরে!
তবু পিছু তাকাতে যে ভীষণভাবে মানা,
মনের অগোচরেই স্মৃতিগুলো দেয় শুধু হানা!
স্মৃতি কি এতো সহজেই ভোলা যায়?
ঘরের পাখি কি ঘর ছাড়া আসলেই বাইরে মানায়?
পরিস্থিতি বড়ই উদ্ভট এক জিনিসই বটে,
যা ভেবে রাখা হয়, তার উল্টোটাই প্রায়শ ঘটে!
তবে কেন এ মনটা স্মৃতিদের বিচরণ করে?
যে স্মৃতি মনেতে এলেই কষ্টগুলো ঝাপটে ধরে!
হয়তো এসব নিত্যসঙ্গীর মতনই মনের কাছেই রবে!
সব কিছু সাথে নিয়েই যে পথ আগাতে হবে!
কবিতা: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম