কর্মের মাধ্যমে হয় মানুষের সত্য পরিচয়।
ধনে নয়, মানে নয়, দান হয় মনে,
অনেকেই করেন হামেশাই
প্রচার প্রসারে করেন তামাশা।
দেখা যায় ছবি তোলা হরহামেশা।
হয় আরো দান প্রতিদান অনুদানের কথা
না জানানো পর্যন্ত শান্তি নেই দানের কথা
দানক্রিয়া শেষ না হওয়া অবদি,
দানদাতার ক্যামেরাও বন্ধ নেই দেখি,
শেষ নেই দানগ্রহীতার দুর্ভোগেরও।
দেখি আবার ছবি না তোলা অব্দি
গলা পানিতে দাঁড়িয়ে থাকা থেরাপি।
ত্রাণ নিতে গিয়ে দানগ্রাহীতার
প্রাণ যায় যায় অবস্থা।
কিছু দান লাভের আশায়,
ক্ষুধার্ত মানুষ দান নিয়ে বাড়ি যায়
আগেই অনলাইনে সচিত্র সংবাদ পৌঁছে যায়।
বন্যার্তদের সাহায্যে অমুক ভাইয়ের অবদান!
ঘুর্ণিঝড় বিধ্বস্ত দুর্গতদের জন্য ট্রাক ভর্তি ত্রাণ!
টিভিতে, পত্রিকায়, নিজের ছবি দেখে,
ত্রাণদাতা মোবাইলে আলাপে মশগুল।
নিজের সংবাদ পড়ে খুশিতে বাকবাকুম।
এ মশগুল কতটা গুল আর কতটা ভুল,
দেখলেই তা বোঝা যায় কোনটা ভুল কোনটা গুল।
কিছু মানুষ আছেন যারা স্বার্থ নয়, ক্ষমতা নয়,
প্রচার কাঙাল হয়ে টিভি প্রদর্শনীতেও নয়,
লোক দেখানো প্রচারণার জন্যেও নয়,
ভোট প্রত্যাশি সাময়িক দরদী হয়েও নয়,
দান করেন নীরবে, নিভৃতে, দুঃখীজনে,
তারাই সত্যিকারের মানুষ,
তারাই আসল দরদী মানুষ।
কবি: বংশীবাদক ও সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম।