রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: নিষিদ্ধ তুমি । বৃষ্টি বড়ুয়া

শুক্রবার, জুন ৩০, ২০২৩

প্রিন্ট করুন

তোমাকে আমার কাছে পাওয়া হবে না এই জন্মে,
হয়তো সে রকমই দূর্ভাগ্য লেখা ছিল আমার কর্মে!
রয়ে যাবে সেই ভালবাসাটার অভাব,
একটুখানি ভালবাসার জন্য বেহায়া যে স্বভাব!

তবুও খুব করে চাইব তোমায় প্রার্থনাতে,
জানি! পাব না, তবুও থাকবে মন সান্ত্বনাতে!
মনে রেখ, কোন এক ঝুম বৃষ্টির রাতে,
আমরা দু’জন ছিলাম একসাথে!

কত শত দূরত্বের মাঝেও ছিলাম খুব কাছে,
মনে হত যেন, এই যে বসে আছ তুমি পাশে!

হয়তো এভাবেই কোন এক মন খারাপের রাতে,
আমার না চাইতেও হবে তোমাকে হারাতে!
প্রকৃতি যে চায় না, আমরা একসাথে থাকি!
তোমায় পেলে পূর্ণ হতাম, তাই রেখে দিল এই বাকি!

তুমি কি সত্যিই আমার হবে না?
এটা যে ভাবতেই ভাল লাগে না!
পাব না জেনেও কেমন করে হল এই ভালবাসা?
হয়তো বরাবরের মতই নিষিদ্ধ জিনিসের উপরই মানুষের আশা!

চলার পথে বাঁধা তো থাকবে,
সেই বাঁধাগুলো কাটাতে হয়তো অন্য কেউ থাকবে!
আমি না হয় সব দূর থেকেই দেখলাম,
‘ইশ! তোমায় যদি পেতাম!’ এই নিয়েই থাকলাম!
সব ভালবাসা কি কাছ থেকে হয়?
কিছু ভালবাসা দূর থেকেও খুব কাছের মনে হয়!

পাব না জেনেও স্বপ্ন দেখেছিলাম একসাথে থাকার,
এ যেন শুধু স্বপ্নের তুমি ছিলে আমার!
জান? চেয়েছিলাম কি আরো?
তুমি যেন না হও অন্য কারো!
খুব অসময়ে যেন পেলাম তোমায়,
কষ্ট হবে! তবুও হয়তো তোমার হাত ছেড়ে দিতে হবে আমায়!
তোমাকে পাওয়ার ইচ্ছাটারই ছিল শুধু স্বাদ,
আর দেখ! এটাই পড়ল বাদ!

এ পাওয়া না পাওয়ার জীবনে তোমাকেই পেলাম না,
যেন নদীর তীরে গিয়েও উঠতে আমি পারলাম না!
একটুখানি সুখটাই যেন পেয়েও হারালাম,
অন্য কোন সুখ দিয়ে নাইবা মন ভরালাম!

দূর থেকে দেখব তোমায়, থাকবে আমার ভালবাসা,
আমায় পাগল করেছে তোমার ভালবাসার নেশা!
এই পাগলামিতেই কাটিয়ে দিব সারাজীবন পার,
আমি ছিলাম না গল্পে, অন্য কেউ তোমার!

কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম