রক্তের দামে কেনা এ বাংলা, জননী জন্মভূমি
যাদের ত্যাগে পেয়েছি বিজয়, তাদের চরণ চুমি।
লাখো শহীদের রক্তে ভেজা, আমার দেশের মাটি
তাই এ মাটি পুঁত-পবিত্র, সোনার চেয়ে খাঁটি।
বহু শহীদের জীবনের দামে, কিনেছি স্বাধীনতা
বুক ভরে নিই নিঃশ্বাস আজ
প্রাণ ভরে বলি কথা।
বাংলায় হাসি, গাই বাংলায় গান
বাংলায় করি মান অভিমান
এই ভাষারই জন্য গেল ত্রিশ লক্ষ প্রাণ!
ওদের রক্তে রঞ্জিত হল, রক্তিম ওই সূর্য
পাক বাহিনী এ দেশের বুকে বাজালো রণ তুর্য।
নয় মাস ধরে চলল যুদ্ধ সোনার এই বাংলায়
অবশেষে এল সেই শুভক্ষণ বিজয়ের বারতায়।
আমরা পেলাম স্বাধীন স্বদেশ,
লাল সবুজের পতাকায়।
বিজয়ীর বেশে ফিরল ঘরে মায়ের দামাল ছেলে
কেউবা বুকের রক্ত দিল, গেল চিরতরে চলে।
তোমাদের ঋণ ভুলবনা মোরা, ভুলব না কোনদিন
স্মৃতিতে রবে চির ভাস্বর, শ্রদ্ধায় অমলিন।
কবি: সংস্কৃতি ও গণ মাধ্যম কর্মী, চট্টগ্রাম