বিধাতার বিধি বুঝা বড় দায়,
যাহা চাই তাহা না পাই।
যাহা না চাই তাহাই পাই।
যার সামনে যেতে মন নাহি চাই,
তাহার সামনে কেন শুধু নিয়ে যায়।
তোমার কর্ম-যজ্ঞের নিয়ম বুঝা
আমার পক্ষে কি এতই সোজা?
আপনজনদের মনে এখন শুধু বারুদের ঠাসা
ভিতরে-বাহিরে দেখি চিরায়ত রূপের ভিন্নতা।
একটু সন্দেহে বিস্ফোরণে গন্ধ ছড়ায় হীনমন্যতা।
মানুষের মনের ভিতরের আলোকিত গুণ
এখন ধ্বংসের মুখোমুখি হয়ে পড়ে ঘুন।
নিরাশায় ফিরে আসি প্রকৃতির দিকে,
সবুজ বিছিয়ে দিয়েছে বুক পেতে,
লতায় পাতায় ভরে ওঠে আকাশের দিকে
ছায়ার নড়াচড়ায় তোমার কথা ভাবি,
তুমিই বুঝি এ বাগানের চাবি।
বাতাসে আম-কাঁঠাল-লিচুর গন্ধ,
পাখির কাকলিতে মুগ্ধতার ছন্দ,
আমার মনোময় নিসর্গের মাঝে
অপরূপ ছবি হয়ে ভাসে আর সাজে।