বাতায়ন দিয়েছি খুলে
আমার আঙিনায় বৈশাখ আসবে বলে,
তপ্ত রোদ আর স্বচ্ছ আকাশ
ঝিরঝিরে বইছে বাতাস।।
নতুন বার্তা, নতুন যোগ
নতুন করে ভাবতে হোক।
পুরনো জীর্ণ পেছনে ফেলে
দাঁড়িয়ে আমি সম্মুখপানে।
তখনই দেখি আমার দ্বারে
নব বর্ষ কড়া নাড়ে।।
এই যে সময় সবচেয়ে দামী
আমি দারুণ স্বপজয়ী,
হাজার বছরের সেই আমি
নতুন করে নব্য হই।।
কবি: সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম