রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: মনুষ্যত্ব । মোহাম্মদ ওয়াসিম

মঙ্গলবার, মে ১৬, ২০২৩

প্রিন্ট করুন

কোথায় পালাল মনুষ্যত্ব?
দোকানে, বাজারে,
হাটের ভিড়ে নেই তো?

গাড়িতে নেই, বাড়িতে নেই
প্রিয়জনের ভঙ্গিতে নেই,
মানুষের চাওয়াতেই নেই,
পাওয়াতে নেই,
মনোময়ের কোন ভাবনাতেও নেই।

সুখের সময় নেই,
বিপদের সময়েও নেই।
কথার মাঝে নেই,
ভাবনার ভিতরেই নেই।

পোশাকে নেই, আচরণে নেই।
সমাজে নেই, নেতাতেও নেই,
প্রিয় মানুষদের ভালবাসাতেও নেই,
এমন কি দশ নম্বর মহাবিপদ
‘মোখা’র সময়েও নেই।
কোথায় গেল মনুষ্যত্ব?

কবি: বংশীবাদক ও সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম