রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: শিল্প চর্চা । মোহাম্মদ ওয়াসিম

বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩

প্রিন্ট করুন

ব‍্যাথাভরা সাধনা আমার শিল্প চর্চা
আর প্রাণের বাসনার সঙ্গী বাঁশরি।
কাটিয়েছি দিবানিশি, কত প্রহর আমি
সাক্ষী নিশিরাত আর আকাশের চাঁদ
সাক্ষী নদীর তীরে সৎসঙ্গ বিহার মাঠ।

লোকে দেখে আমায় অন্য চোখে আর;
বলে তর্জনী দেখিয়ে; বয়স হল যে!
আমি বলি আমার তো হল না যে?
আমি যে কিছু দেখাতে চাই, জানাতে চাই

এখনও আমার কিছুই হল না যে!
লোকে বলে বয়স তো কম হল না যে!
আমি বলি আমার তো কিছুই হল না যে

যুগ যুগ ধরে এই কোন কাঁথা বুনছি আমি
তবু তো আমার শিল্প চর্চা শেষ হল না।
শেষ হল না! শেষ হল না!

কবি: বংশীবাদক ও সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম