সে দিন খুশীর বান ডাকল
টুঙ্গিপাড়া গ্রামে
জন্মাল এক ছোট্ট শিশু
ডাকত খোকা নামে।
সেই ছেলেটি বড় হয়ে
ধরল দেশের হাল,
যখন পাক-হানাদের হিংস্র থাবায়
দেশের ক্রান্তিকাল।
অকুতোভয় সেই ছেলেটির
অসীম সাহস বুকে,
তার একটি ডাকে বীর বাঙালি
দিল হায়নাদের রুখে।
লাখো শহীদের রক্তের দামে
স্বাধীন হল দেশ,
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
পেলাম বাংলাদেশ।
তাদের দানে মায়ের ভাষা
বাংলায় গান গাই,
আজ জাতির পিতার জন্মদিনে
শুভেচ্ছা জানাই।
শেখ মুজিবের জন্ম না হলে
হত না স্বাধীন দেশ,
পরাধীনতা মুক্ত হত না
আমার বাংলাদেশ।
কবি: শিক্ষক, সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম