শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: হৈমন্তিক তুমি । উম্মে সালমা চৌধুরী

বুধবার, নভেম্বর ২২, ২০২৩

প্রিন্ট করুন

কী! সুন্দর!! কী সুন্দর!!
সৌন্দর্য্য যেন উপচে পড়ে,
তাহার গহীন মনে।।

যেন মুক্ত বিহঙ্গ উড়িতেছে,
কোন এক হৈমন্তিক দিনে।
ঝরা পাতারাও যেন আজ
রুধিতে না পারে তারে।।

প্রিয় প্রিয় ফুল, প্রিয় প্রিয় পাতা;
ছুঁয়ে যাইও আপন মনে।
চিরকাল তব মাতিয়া থাকিও
অসীম গগণ পানে।।

আজি আজি এই দিনে
চিন্ময়ী তুমি
পথ চিনিয়া নিও
এই, এই হৈমন্তের সমীরণে।।

কবি: সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম