জর্জিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস তার মন্ত্রিপরিষদে একজন রিপাবলিকানকে রাখবেন বলে জানিয়েছেন। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সংবাদ দ্য টাইমস অব ইন্ডিয়ার।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের এ সম্প্রচার মাধ্যমে কামালা হ্যারিস ও তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজের বিশেষ সাক্ষাৎকার প্রচার করা হয়।
এ সময় তিনি বলেন, ‘আসন্ন ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে, ডেমোক্র্যাটিক মন্ত্রিপরিষদে একজন রিপাবলিকান প্রার্থীর নাম ঘোষণা করবেন।’
এছাড়াও, তিনি প্রেসিডেন্ট হলে অভিবাসন নীতিতে কিছু পরিবর্তন আসবে বলে উল্লেখ করেন।
এ সাক্ষাৎকারে তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের আনা বর্ণবাদের অভিযোগ নিয়ে করা প্রশ্নটি এড়িয়ে যান।
গেল ২২ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করার পর এটিই কোন খবর মাধ্যমকে দেয়া কমলা ও টিম ওয়ালজের প্রথম সাক্ষাৎকার।