শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কমিউনিটির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে রোটারী ক্লাব অফ হোপ নিউ ইয়র্কের কিছু সময়

বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪

প্রিন্ট করুন

নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জামাইকার কুইনসে গেল ২৫ ফেব্রুয়ারি রোটারী ক্লাব অফ হোপ নিউ ইয়র্ক’ আয়োজন করেছিল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের; যেখানে কমিউনিটির বয়োজ্যেষ্ঠ কিছু ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেয়া হয়। ভালবাসা আর সম্মানের প্রতিক স্বরূপ ক্লাবের সদস্যরা অতিথি বয়োজ্যেষ্ঠদের গলায় পরিয়ে দেন লাল ও সাদা রঙের উলের মাফলার। টিভি পর্দায় দেখানো হয় অনুপ্রেরণামূলক কথা ‘ইউ আর নট ওলড, ইউ আর আওয়ার গোলড, এইজ ইজ জাস্ট এ নাম্বার’, ‘উই লাভ ইউ, উই ভেলউ ইউ, রোটারিয়ানস আর উইথ ইউ’।

অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মানে সবাই দাঁড়িয়ে সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’ ক্লাবের প্রেসিডেন্ট কাজী আহমেদের মা, প্রয়াত সাংবাদিক কাজী শফিকউদ্দিন খাদেমের স্ত্রী, হাসনা শফিক (৮১) ১৯৫২ সালে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে হয়ে পড়েন আবেগাপ্লুত। ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রওনক আহমেদ মঞ্চে ডেকে নেন ক্লাবের সদস্য আতিকুর রহমানকে; যার পিতা একজন ভাষা সৈনিক, প্রয়াত মুস্তাফিজুর রহমান। আতিকুর রহমান তার পিতার স্মৃতিচারণ করতে গিয়ে তুলে ধরেন কিভাবে যুবক বয়সে মিছিলরত অবস্থায় একজন ছাত্র গুলিবিদ্ধ হলে তাকে সাইকেলে তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে পেডেল চেপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন মুস্তাফিজুর রহমান।

রওনক আহমেদের পিতা দলিল আহমেদ (৮৩) রোটারী ক্লাব অফ হোপ নিউ ইয়র্কের পক্ষ থেকে একটি ‘বাইসাইকেল শোপিস’ তুলে দেন আতিকুর রহমানের হাতে, ভাষা সৈনিক, প্রয়াত মুস্তাফিজুর রহমানের সাহসিকতার স্বীকৃতি ও মরণোত্তর সম্মাননা স্বরূপ। উপস্থিত বয়োজ্যেষ্ঠদের আনন্দ দেয়ার জন্য আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক পর্ব, মিউজিকেল পিলো খেলার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেই সঙ্গে ছিল মধ্যাহ্ন ভোজ ও চায়ের আয়োজন।

অনুষ্ঠানের শেষ অংশে কাজী আহমেদ ও ক্লাব সেক্টেটারি পারভেজ সোহেল ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রওনক আহমেদকে সাথে নিয়ে কেক কেটে রোটারী ইন্টারন্যাশনালরে ১১৯তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন করেন। সেই সময় ক্লাবের সদস্যরা করতালির মাধ্যমে ও একে অপরকে কেক খাইয়ে দিয়ে আনন্দে মেতে উঠেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য নাহিদ জামান, সোয়েব খান, আতিকুর রহমান, সাজ্জাদ হোসেন সান্তুনু, ফয়সাল মাহমুদ, আরিফ আহমেদ, মোহাম্মদ বাবর, আব্দুল্লাহ তারেক মোহাম্মদ ও মারসা চৌধুরী।

কাজী আহমেদ স্লাইড শো উপস্থাপন করে ক্লাবের বার্ষিক কর্মকান্ড সবার সামনে তুলে ধরেন। ক্লাবের কর্মকান্ড দেখে অনুপ্রাণিত হয়ে অতিথিদের মধ্য থেকে কেউ কেউ আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।